সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদটপযশোরের বেনাপোলে ছয়টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক

যশোরের বেনাপোলে ছয়টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক

যশোরের বেনাপোলে ছয়টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। ওই বারগুলো ভারতে পাচার করা হচ্ছিল। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ড এলাকা ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সেলিম হাওলাদার (৩৮)। তাঁর বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানা এলাকার বলয় গ্রামে। বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ডেপুটি কমিশনার আবদুস সাদেক জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি দল নোম্যান্সল্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় সেলিম হওলাদারকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার হওয়া বারগুলোর ওজন সোয়া কেজি। আবদুস সাদেক আরো জানান, আটক সেলিমকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। বারগুলো বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। এর আগে গতকাল রোববার সকালে তিন কেজি স্বর্ণসহ এক নারীকে আটক করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ