বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রচ্ছদটপজাবি শিক্ষার্থীকে হ্যান্ডকাফ পরিয়ে চিকিৎসা, ওসিকে তলব করেছেন হাইকোর্ট

জাবি শিক্ষার্থীকে হ্যান্ডকাফ পরিয়ে চিকিৎসা, ওসিকে তলব করেছেন হাইকোর্ট

জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল হোসেনকে হ্যান্ডকাফ পরা অবস্থায় চিকিৎসা দেয়ার কারণ জানতে চেয়ে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদেরকে তলব করেছেন হাইকোর্ট। আগামী বুধবার তাকে সশরীরে হাজির হয়ে কারণ ব্যাখা করার জন্য বলা হয়েছে। সোমবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার স্ব:প্রণোদিত হয়ে এই আদেশ দেন। এর আগে, উপাচার্যের বাসভবনের সামনে থেকে আটক হওয়া অসুস্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রকে হাসপাতালের বেডে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। সরকার ও রাজনীতি বিভাগের ৪২তম ব্যাচের সেই ছাত্র নাজমুল হাসান জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক। হাসপাতালের বেডে হাতে হ্যান্ডকাফ পড়া নাজমুলের সেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ছবিটি শেয়ার করে তীব্র সমালোচনা করছেন বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

আরও পড়ুন

সর্বশেষ