জয়রথ ছুটছেই এবারের লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার। মৌসুমের অন্য শিরোপাগুলো হারালেও এরই মধ্যে স্প্যানিশ লিগ জয়ী বার্সেলোনার ১০০ পয়েন্ট পূর্ণ করতে বাকি আর ৩ পয়েন্ট। রোববার রাতে তারা এস্পানিওলকে হারায় ২-০ গোলে। তবে একই রাতে জয় বঞ্চিত হয়েছে মাদ্রিদের দুই দল। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-৩ গোলে রিয়াল মাদ্রিদ ও রিয়াল মায়োর্কার বিপক্ষে গোল শূণ্য ড্র করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। কাতালুনিয়া ডার্বিতে প্রতিপক্ষের গার্ড অব অনার নিয়ে মাঠে নামে এবারের লা লিগা চ্যাম্পিয়নরা। এরপর খেলা শুরুর ১৪ মিনিটেই সানচিজ গোল করে এগিয়ে নেন কাতালানদের। ৩২ মিনিটে ফ্যাব্রিগাস ও ৫৪ মিনিটে ডেভিড ভিয়া ব্যবধান দ্বিগুন করতে ব্যর্থ হলেও, ৮৪ মিনিটে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন পেদ্রো। অন্যদিকে, হিগুইনের ৬ মিনিটের গোলে রিয়াল সোসিয়েদারের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর ৫৭ মিনিটে কালেয়োন গোল করে লিড দ্বিগুন করলেও, ৬৪ মিনিটে জাবি প্রিয়েতো এবং ৭৮ মিনিটে গ্রিজম্যানের গোলে সমতা ফেরায় সোসিয়েদাদ। এরপর খেদিরার গোলে লিড নিলেও খেলার শেষমূহুর্তে প্রিয়েতো আবার গোল করলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে।