অ্যাপল কোম্পানির তৈরি ‘অ্যাপল-১’ ভার্সনের কিছু কম্পিউটার এখন সক্রিয় অবস্থায় সর্বোচ্চ দামে নিলামে বিক্রি হচ্ছে জার্মানিতে।
১৯৭৬ সালে অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ‘অ্যাপল-১’ ভার্সনের মাত্র ২শ’ টি কম্পিউটার তৈরি হয়েছে, যেগুলোর মধ্যে বিশ্ববাজারে এখন মাত্র ৪৬টির অস্তিত্ব আছে। আর এ ভার্সনের মাত্র ৬টি কম্পিউটার এখনো সক্রিয় অবস্থায় আছে। এগুলোর মধ্যে সম্প্রতি একটি ‘অ্যাপল-১’ কম্পিউটার ৬ লাখ ৭১ হাজার ৪শ’ ডলার দিয়ে কিনে নিয়েছেন জার্মানির এক ক্রেতা।
কম্পিউটারটির মাদারবোর্ড, মনিটর, টেপ-প্লেয়ার, কী-বোর্ড এবং অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী স্টিভ জবসের স্বাক্ষর দেয়া দলিলসহ হস্তান্তর করা হয়েছে ক্রেতার কাছে।