শনিবার, জুলাই ২৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়দুটি নতুন পৌরসভা, পাঁচটি থানা গঠন এবং একটি থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত

দুটি নতুন পৌরসভা, পাঁচটি থানা গঠন এবং একটি থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত

প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় কমিটি ‘নিকার’ এর বৈঠকে আজ একটি থানাকে উপজেলায় উন্নীতকরণ এবং নতুন দুইটি পৌরসভা ও পাঁচটি থানা গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
প্রধানমন্ত্রী ও ‘নিকার’- এর সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আজ সচিবালয়ে ‘নিকার’- এর ১০৮ তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
‘নিকার’- এর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এম. নজরুল ইসলাম জানান, সরকার নাটোরের নলডাঙ্গা থানাকে উপজেলায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা সদরে নতুন একটি পৌরসভা গঠন করা হবে। ব্রাক্ষনবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলা সদরে আরেকটি পৌরসভা গঠন করা হবে।
নজরুল ইসলাম জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এলাকায় নতুন তিনটি থানা স্থাপন করা হবে। এগুলো হলো- লবনছাড়া, খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা এবং আড়ং ঘাটা।
অন্যদিকে, বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট এবং পাবনার বেড়া উপজেলার আমিনপুরে অপর দু’টি থানা স্থাপন করা হবে।
এছাড়াও, ‘নিকার’- এর বৈঠকে রাজধানীর কাজীরবাগ, মানিকনগর, মিয়াজান লেন এবং দক্ষিন মানিকনগর এলাকাকে যাত্রাবাড়ি থানা থেকে পৃথক করে মুগদা থানায় অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ