শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউড. হাছান মাহমুদকে আইনি নোটিস পাঠিয়েছেন তারেক রহমান।

ড. হাছান মাহমুদকে আইনি নোটিস পাঠিয়েছেন তারেক রহমান।

tarak-hasan

অপমানজনকমন্তব্য করায় বন পরিবেশ মন্ত্রী . হাছান মাহমুদকে আইনি নোটিস পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান

তারেকের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল  জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে বনমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে চিঠিতে

তারেক রহমানের পক্ষে সোমবার দুপুরে রেজিস্ট্রি ডাকযোগে কুরিয়ার সার্ভিস (এস পরিবহন) এর মাধ্যমে . হাছান মাহমুদকে নোটিস পাঠানো হয়

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “গত ২৫ মে চট্টগ্রামে কমিউটার ট্রেন উদ্বোধনকালে তারেক রহমান সম্পর্কে অপমানজনক, মিথ্যা আপত্তিকর এবং অসত্য বক্তব্য দেন বন পরিবেশ মন্ত্রী . হাছান মাহমুদযা ২৬ মে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে

নোটিসে বলা হয়, “বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বনমন্ত্রী পৌরাণিক কাহিনীর রঘু ডাকাতের সঙ্গে তুলনা করেছেন তিনি বলেছেন বিএনপির শাসনামলে হাওয়া ভবনে বসে লুটপাট আর ডাকাতি করতেন তারেক রহমান হাওয়া ভবনের মধ্যমনি দুর্নীতি সন্ত্রাসের বরপুত্র তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ঘোষণা করে বিএনপি প্রকারান্তরে জানিয়ে দিয়েছেতারা দুর্নীতি সন্ত্রাস বান্ধব

কায়সার কামাল বলেন, “ ধরনের বক্তব্যে অপমানজনক দেশে বিদেশে তারেক রহমানের মানহানি ঘটেছে অতিসত্তর বক্তব্য প্রত্যাহার করতে হবে

 

bvwn` Dj Avjg, Pwe cÖwZwbwat PÆMÖvg wek¦we`¨vjq MZKvj ivZ 10.30 NwUKvq QvÎjx‡Mi ewM bvg`vix wggy I Zvi †Q‡jiv wRqv wWwRUvj d‡Uvó¨vU Gi Kg©Pvix‡`i gviai K‡i|

‡LvuR-Lei wb‡q Rvbv hvq †h, wggy I Zvi `jej wRqv d‡Uvó¨v‡Ui gvwj‡Ki KvQ †_‡K 50,000/- (cÂvk nvRvi) UvKv ev gv‡m 2,000/- (`yB nvRvi) UvKv Pvu`v `vex K‡i| G‡Z wRqv d‡Uvó¨v‡Ui gvwjK Pvu`v w`‡Z A¯^xK…wZ Rvbv‡j Zviv Kg©Pvix‡`i gviai K‡i| AvnZ Kg©Pvix‡`i‡K wbKU¯’ nvmcvZv‡j fwZ© Kiv nq|

Gw`‡K AvR mKv‡j †`vKvb gvwjK mwgwZ GB Ab¨vq cÖwZev‡` we‡¶vf ïi“ K‡i| Zviv †`vKvb-cvU eÜ †i‡L wek¦we`¨vjq cÖ±‡ii Kv‡Q GB Ab¨v‡qi `„óvš—g~jK kvw¯— `vex K‡ib| Gw`‡K cÖ±i Zv‡`i GB `vex †g‡b wb‡q 03 (wZb) m`m¨ wewkó Z`š— KwgwU MVb K‡i|

আরও পড়ুন

সর্বশেষ