রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়বুধবার সারা দেশে সকাল সন্ধা হরতাল ডেকেছেন ১৮ দলীয়...

বুধবার সারা দেশে সকাল সন্ধা হরতাল ডেকেছেন ১৮ দলীয় জোট

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলোর মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার সারা  দেশে সকাল সন্ধা  হরতাল  ডেকেছেন ১৮ দলীয় জোট । সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ১৮ দলীয় জোটের বৈঠকে এ হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, জামায়াতের কর্মপরিষদ সদস্য রেদওয়ান উল্লাহ সাঈদী, বিজেপি নেতা আশিকুর রহমান শান্ত, এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের আমির আবদুল লতিফ নেজামী ও খেলাফত মজলিস সভাপতি মওলানা মুহাম্মদ এসাহাক প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ