বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন স্টিল জানিয়েছেন, হজ ফ্লাইট পরিচালনা করতে আগামী সেপ্টেম্বরেই ৪টি উড়োজাহাজ ভাড়া নেবে বিমান। এর মধ্যে ২ বছরের জন্য ভাড়া নেওয়া দু’টি উড়জাহাজ হজ ফ্লাইটের জন্য এবং ৫ বছরের জন্য ভাড়া নেওয়া অন্য দু’টি নিয়মিত ফ্লাইটের জন্য ব্যবহৃত হবে। সোমবার দুপুরে বিমানের প্রধান কর্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
কেভিন বলেন, “আবারও ২ বছরের মধ্যে বিমানকে লাভজনক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হবে। উড়োজাহাজের সংখ্যা ৮টি থেকে ১৬টি করা হবে। এছাড়াও ফ্লাইট নিয়মিত ছাড়ার হার বৃদ্ধি এবং গ্রাহক সেবার মান আরো উন্নয়ন করা হবে।”
তিনি বলেন, “চলাতি মাসে বিমানের ৫৬.২ শতাংশ ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়েছে। গত বছর এসময় এই হার ছিল ৪৪.৫ শতাংশ। গত দুই বছরে এটি ছিল বিমানের সময়ানুবর্তীতার ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড।”
কেভিন বলেন, “আগমী নভেম্বরের মধ্যে দেশের অভ্যন্তরীণ চট্টগ্রাম, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর রুট চালু করা হবে। এজন্য ইতোমধ্যে ছোট আকারের উড়োজাহাজ ভাড়া নিতে টেন্ডার আহ্বান করা হয়েছে।”