রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদরাজনীতিবাগেরহাটে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ ১০

বাগেরহাটে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ ১০

বাগেরহাটের মোল্লারহাট উপজেলার উদয়পুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ব্যাপার মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম জানান, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য প্রার্থী আজিজুর রহমান ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সদস্য প্রার্থীর সমর্থকরা আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মোল্লারহাট স্বাস্থ্যকেন্দ্র ও গোপালগঞ্জ সদর হাসপাতালে বাকিদের চিকিৎসা চলছে। ওসি জানান, এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। স্থানীয় লোকজন ও মোল্লারহাট উপজেলা ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন

সর্বশেষ