সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদজাতীয়মীর কাসেমের আপিল মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে

মীর কাসেমের আপিল মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিল মামলায় যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন করছেন রাষ্ট্রপক্ষ। ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটা থেকে আপিল মামলার ৬ষ্ঠ দিনের শুনানিতে মীর কাসেমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি আপিল মামলার পঞ্চম দিনের শুনানিতে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন মীর কাসেমের আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষের পরে জবাবে আসামিপক্ষে আধাঘণ্টা সমাপনী যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাবেন মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এরপর আপিল মামলাটির রায় প্রদানের দিন ধার্য হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে এ শুনানি চলছে। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। গত ০৯ ফেব্রুয়ারি থেকে চলছে মীর কাসেমের আপিল মামলাটির শুনানি। ওইদিন এবং পরদিন ১০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের রায় এবং সাক্ষীদের অভিযোগভিত্তিক সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন শেষে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন এস এম শাহজাহান। মীর কাসেম আলীর বিরুদ্ধে ১৪টি অভিযোগ আনা হয়েছিলো। এর মধ্যে ১০টিতে জামায়াতের এ নেতা দোষী সাব্যস্ত হন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ০২ নভেম্বর মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে  ওই বছরের ৩০ নভেম্বর মীর কাসেম আলী আপিল করেন। মীর কাসেম তার দেড়শ’ পৃষ্ঠার মূল আপিলসহ ১ হাজার ৭৫০ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ