সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদজাতীয়মালয়েশিয়ায় আগামী পাঁচ বছরে শ্রমিক পাঠাতে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ

মালয়েশিয়ায় আগামী পাঁচ বছরে শ্রমিক পাঠাতে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ

মালয়েশিয়ায় আগামী পাঁচ বছরে শ্রমিক পাঠাতে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। ১৮ ফেব্রুয়ারি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর সম্পন্ন হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে প্রবাসীকল্যাণমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ট আনক জিম। জিটুজি প্লাস (সরকার ও বেসরকারি পর্যায়ের সমন্বয়ে) প্রক্রিয়ায় পাঁচটি খাতে কাজ করার জন্যে এসব কর্মী নিচ্ছে মালয়েশিয়া সরকার। কর্মীপ্রতি অভিবাসন ব্যয় ধরা হয়েছে ৩৪ থেকে ৩৭ হাজার টাকা। এছাড়া প্লেন ভাড়া, ইন্স্যুরেন্স, স্বাস্থ্য পরীক্ষাসহ সংশ্লিষ্ট খরচ বহন করবেন নিয়োগকর্তা (মালয়েশিয়া) পক্ষ। নিয়োগকর্তা কর্মীর (যোগ্যতাভিত্তিক) চাহিদা জানাবে বাংলাদেশ সরকারকে।

বাংলাদেশ সরকার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তালিকা অনুযায়ী কর্মী বাছাই করবে। বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোও এ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকবে। সেক্ষেত্রে বাছাই করা তালিকা বিএমইটি দেবে বায়রাকে। বায়রা এ ডাটাবেজ থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসা প্রসেসিং, স্বাস্থ্য পরীক্ষা ও বহির্গমন সেবা দেবে। ভিসা প্রসেসিংসহ কর্মীর ডাটাবেজ এবং অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে অনলাইনে। কর্মীদের বেতন পরিশোধ করা হবে ব্যাংকের মাধ্যমে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ