রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদরাজনীতিইউপি নির্বাচনে বিএনপির পক্ষে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দেবেন মির্জা ফখরুল

ইউপি নির্বাচনে বিএনপির পক্ষে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দেবেন মির্জা ফখরুল

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির পক্ষে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দেবেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৬ ফেব্রুয়ারি দুপুরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের এমনটাই জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ নিয়ে বিএনপির গঠনতন্ত্র পরিবর্তনের বিষয়টিও ইসিকে অবহিত করা হয়েছে। এর আগে দুপুর ১টার পরে ইউপি নির্বাচনসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলতে ইসি কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধিদল।

দলের নেতৃত্ব দেন বিএনপি দফতরের মুখপাত্র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে ইউপি নির্বাচনের বিষয়ে কথা বলতে জাতীয় পার্টির একটি প্রতিনিধিদলও ইসি কার্যালয়ে যান। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জাপা নেতা এস এম ফয়সল চিশতী। তিনি জানান, নির্বাচনে জাপার পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন দেবেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। মার্চের শেষের দিকে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইসি।

আরও পড়ুন

সর্বশেষ