
ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
১৮ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের রায়ের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাবে না বিএনপি।
সোমবার সকাল সাড়ে ১১টায় রায় ঘোষণার আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন।
গোলাম আযমের রায়ের ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে রিজভী বলেন, ‘এ বিষয়ে কিছু বলবো না। বিএনপি এ রায়ের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাবে না।’