বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউজামায়াতের ঢিলেঢালা হরতাল চলছে

জামায়াতের ঢিলেঢালা হরতাল চলছে

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের রায়ের দিন সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত ইসলামী। সোমবার সকালে রাজধানী ঢাকাসহ সারা দেশে ঢিলেঢালা হরতাল চলছে। সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে হরতালের সমর্থনে ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের ব্যানারে একটি মিছিল বের হয়। পরে শিবির কর্মীরা দুটি চলন্ত লেগুনা থামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে কোনো লেগুনাতেই যাত্রী ছিল না।এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা দ্রুত পালিয়ে যায়।

প্রসঙ্গত, স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাস্টার মাইন্ডার গোলাম আযমের মামলার রায় সোমবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান এটিএম ফজলে কবির রোববার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান। এরপরই জামায়াতের এ হরতালের ঘোষণা এলো।

আরও পড়ুন

সর্বশেষ