বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
সম্প্রতি গোপনে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন সাবেক মডেল ও মার্কিন অভিনেত্রী হ্যালি বেরি। দীর্ঘদিন প্রেম রোমান্সের পর ফ্রান্সের অভিনেতা অলিভার মার্টিনজকে তিনি বিয়ে করলেন দু’জনের প্রেমের ফসল সন্তান পেটে নিয়েই। ফ্রান্সের প্রত্যন্ত অঞ্চলে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বিয়েতে অতিথি ছিলেন মাত্র ৬০ জন। এরা সবাই তাদের নিকটাত্মীয়। বর-কনে পরেছিলেন স্থানীয় ঐতিহ্যবাহী পোশাক। ফ্রান্সের আইন আর গ্রামের ধর্মীয় রীতি অনুযায়ীই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। খোলা আকাশের নিচে এ বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জা আর আতশবাজির ব্যবস্থাও ছিল বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
অলিভারের সঙ্গে মেলামেশার পর অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন হ্যালি-অলিভার। অবশেষে তা সত্য হলো। হ্যালি এর আগে দু’বার বিয়ে করেছিলেন। ১৯৯২ সালে প্রথম বিয়ে করেন মার্কিন বেসবল খেলোয়াড় ডেভিড জাস্টিসকে। ১৯৯৬ পর্যন্ত তাদের সংসার টিকেছিল। এরপর ২০০১ সালে বিয়ে করেন মার্কিন গায়ক এরিক বেনেটকে। কিন্তু ২০০৩ থেকেই তারা আলাদা থাকতেন, ডিভোর্স হয় ২০০৫-এ। এরপর ২০১০ পর্যন্ত কানাডিয়ান মডেল গাব্রিয়েল অরবির সঙ্গে ডেটিং করেন। আর অলিভারের সঙ্গে তার ডেটিং শুরু অরবির সঙ্গে ব্রেকআপের পর থেকেই।