আগামী জুন মাসের কর্মসূচি ঠিক করতে সোমবার রাতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জোটের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগামী মাসের (জুন) কমর্সূচি ঠিক করতে সোমবার রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক আহ্বান করা হয়েছে। এতে ১৮ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবে বলে জানা গেছে।