ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ড অথবা মৃত্যু না হওয়া পর্যন্ত জেলে থাকার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ সোমবার দুপুরে বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ রায় দেন।
রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, গোলাম আযমের বিরুদ্ধে ৫ ধরনের অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ৫ ধরনের অভিযোগেই তার ভিন্ন ভিন্ন সাজা হয়েছে। সব মিলিয়ে তাকে ৯০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার সর্বোচ্চ সাজা হওয়া উচিত। কিন্তু বার্ধক্যজনিত কারণে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জামায়াত আমির এবং রাজাকার বাহিনী ও ‘শান্তি কমিটি’ গঠনে অগ্রণী ভূমিকা রাখা গোলাম আযম এসময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।