ঠাকুরগাঁও প্রতিনিধি:(বিডি সময় ২৪ ডটকম)
ঠাকুরগাঁওয়ের মলানী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এবারত আলী (২৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি বিএসএফকে চিঠি দিয়েছে। জানা গেছে, হরিপুর উপজেলার মারাধর গ্রামের মোজাম্মেল হকের পুত্র এবারত আলী তার এক সহকর্মীসহ গতকাল ভোরে ভারতীয় গরু আনতে মলানী সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যায়। ওই সময় বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা তাকে এলোপাতাড়ি মেরে হত্যা করে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া এবং পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বক্কর আবু।