বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
প্রচ্ছদজাতীয়মগবাজারে পিকআপে আগুন, আটক ২

মগবাজারে পিকআপে আগুন, আটক ২

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের রায়ের প্রতিক্রিয়ায় মগবাজারে পিকআপ ভ্যানে আগুন দিয়েছে শিবিরের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বেলা সোয়া ৩টার দিকে মগবাজারের উত্তরা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ইমরান ও উজ্জ্বল নামে দুই জনকে আটক করেছে পুলিশ ।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে আনা মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগই প্রমাণিত হওয়ায় ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ । ৫টি অভিযোগ  হলো ষড়যন্ত্র, পরিকল্পনা, উসকানি, সংশ্লিষ্টতা এবং হত্যা ও নির্যাতন। এরমধ্যে প্রথম ও দ্বিতীয়টিতে ১০ বছর করে, তৃতীয় ও চতুর্থ অভিযোগে ২০ বছর করে এবং পঞ্চম অভিযোগে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
আরও পড়ুন

সর্বশেষ