শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
প্রচ্ছদটপরায়ে ক্ষুব্ধ গণজাগরণ মঞ্চ, শাহবাগ অবরোধ

রায়ে ক্ষুব্ধ গণজাগরণ মঞ্চ, শাহবাগ অবরোধ

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে দেওয়া দণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের কর্মীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। সেখানে তাঁরা একটি বাস ভাঙচুর করেন বলে জানা গেছে।
‘প্রহসনের রায় মানি না’, ‘আপসের পরিণাম, বাংলা হবে পাকিস্তান’—এসব ক্ষুব্ধ স্লোগানে প্রকম্পিত এখন শাহবাগ।
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে আনা মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনাল তাঁকে ৯০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এ রায় ঘোষণা করেন।
গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ পাঁচটি হলো ষড়যন্ত্র, পরিকল্পনা, উসকানি, সংশ্লিষ্টতা এবং হত্যা ও নির্যাতন। অভিযোগের সঙ্গে অপরাধের দায়দায়িত্ব হিসেবে আনা হয়েছে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়।

আরও পড়ুন

সর্বশেষ