রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনদ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসকদের প্র্যাকটিস

দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসকদের প্র্যাকটিস

তিন চিকিৎসকের বিরুদ্ধে করা ‘হয়রানি ও মানহানিমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো প্রাইভেট প্র্যাকটিস সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মুজিবুল হক খান এ বিষয়টি জানান। তিনি বলেন, ডা. শামীমা সিদ্দিকা রোজী, ডা. মাহবুব আলম ও ডা. রানা চৌধুরীর বিরুদ্ধে ‘হয়রানি ও মানহানিমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহার না হওয়া পর্যন্ত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকবে। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, ইউএসটিসি, আন্দরকিল্লা জোনরেল হাসপাতাল, জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাসেবা চালু থাকবে। শুধু বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টারে সেবাদান বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন প্রাইভেট ক্লিনিকগুলো ঘুরে দেখা যায়, ক্লিনিকে রোগী ভর্তি করা হচ্ছে। নগরীর চেরাগী পাহাড় মোড়ের সেন্টার পয়েন্ট হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ক্লিনিকে রোগী ভর্তি করা হচ্ছে।  স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম চলছে। শুধু অপারেশন কার্যক্রম বন্ধ আছে। যদি কোন চিকিৎসক অপারেশনের দায়িত্ব নেন তাহলে তার বিএমডিসি সার্টিফিকেট বাতিল করা হবে। তাই কোন চিকিৎসকই রোগীদের অপারেশন করছে না। জামালখান মোড়ে বেলভিউ ইউনিট-২ তে গিয়ে দেখা যায়, রোগীদের রোগ নির্ণয়ে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে পরীক্ষার রিপোর্ট শনিবারের (২৩ জানুয়ারি) পর দেওয়া হবে বলে জানায় বেলভিউ কর্তৃপক্ষ। এর আগে তিন চিকিৎসকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার থেকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেন চিকিৎসকরা। ২৪ ঘণ্টার মধ্যে তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা হলে ২৩ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে জানান চিকিৎসকরা।

আরও পড়ুন

সর্বশেষ