শনিবার, জুলাই ২৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

নগরীর চান্দগাঁও থানার বিসিক শিল্পনগরী এলাকায় লাইসেন্স ছাড়া পণ্য বাজারজাত করায় তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর মূখ্য মহানগর আদালতে বিএসটিআইএ’র চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা বাদি হয়ে পৃথক তিনটি মামলা করেছেন।

বিএসটিআইয়ের আঞ্চলিক প্রধান মো. শওকত ওসমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কালুরঘাটের বিসিক শিল্প এলাকা ও চাক্তাই রাজাখালী এলাকায় ভেজাল বিরোধী অভিযানে দু’টি ফ্লাওয়ার ও একটি বেকারী লাইসেন্স না নিয়ে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে এসব পণ্য বাজারজাত করছেন। বিএসটিআই অর্ডিন্যান্স ১৯৮৫ এবং সংশোধিত আইন ২০০৩ এর ১৯ ও ২৪ ধারা লংঘন করার দায়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পৃথক তিনটি মামলা করা হয়।

তিনি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে, মেসার্স সান ফ্লোর মিলস লিমিটেড এবং রাজাখালীর মেসার্স আরাফাত ফ্লাওয়ার মিলস।

আরও পড়ুন

সর্বশেষ