ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মামলার প্রত্যাশিত রায় না পাওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ।
রোববার রাতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ কথা জানান।
তিনি জানান, রাতে তারা প্রজন্ম চত্বরে অবস্থান করবেন। সোমবার সকাল ১১টায় গণজাগরণ মঞ্চের ব্যানারে মিছিল বের হবে। জেলায় জেলায় স্থাপিত সব প্রজন্ম চত্বরে অবস্থান নেওয়া হবে।
সন্ধ্যার পরপরই বিভিন্ন ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চে জমায়েত হতে থাকে। এ মুহূর্তে গণজাগরণ মঞ্চে স্লোগান চলছে।
ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট আরিফ নূর বলেন, ‘যে অপ্রত্যাশিত রায়ের ফলে আমরা শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছিলাম সেই অপ্রত্যাশিত রায় যাতে আর প্রতিফলিত না হয়। সেজন্য গোলাম আযমের রায়ের আগের দিন আমরা প্রজন্ম চত্বরে অবস্থান নিয়েছি।’
স্লোগানে স্লোগানে মুখর করে রাখা লাকি আক্তার বলেন, আর কোনো অনাকাঙ্ক্ষিত রায় বাংলার মাটিতে গড়তে দেওয়া যাবে না। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গোলাম আযমের রায় যাতে অপ্রত্যাশিত না হয় সেজন্য আমরা শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছি। জনগণের প্রত্যাশিত রায়ের প্রতিফলন গড়বে সে আশা করি।