শনিবার, জুলাই ২৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......রানা প্লাজার ঘটনায় প্রধানমন্ত্রীর তহবিলে ১২৮ কোটি টাকা

রানা প্লাজার ঘটনায় প্রধানমন্ত্রীর তহবিলে ১২৮ কোটি টাকা

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

সাভার রানা প্লাজা ট্রাজেডিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ পর্যন্ত জমার পরিমাণ ১২৭ কোটি ৬৭ লাখ ৩৩ হাজার ৩৪৯ টাকা বলে জানিয়েছেন সংসদকার্যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

রোববার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নোত্তর পর্বে মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

রাশেদা বেগম হীরার অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,  বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বেড়েছে। এসময় বছর ভিত্তিক একটি তালিকা তুলে ধরেন মন্ত্রী।

২০০৯ সালে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ পরিমাণ ছিলো ৭০০ দশমিক ১৬ মার্কিন ডলার, ২০১০ সালে ৯১৩ দশমিক ৩২ মার্কিন ডলার, ২০১১ সালে ১১৩৬ দশমিক ৩৮ মার্কিন ডলার, ২০১২ সালে ১২৯২ দশমিক ৫৬ মার্কিন ডলার।

চার বছরে সর্বমোট বিনিয়োগের পরিমাণ ৪০৪২ দশমিক ৪২ মার্কিন ডলার।

আরও পড়ুন

সর্বশেষ