শনিবার, জুলাই ২৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......বিসিএসে কোটা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বিসিএসে কোটা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর কোটা বাতিল চেয়ে রোববার হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
বিসিএস পরীক্ষার্থী আসাদুজ্জামান সাগর ও মো. হারুনর রশিদের (ঢাবি ছাত্র) পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
জানা যায়, বাংলাদেশ সংবিধানের ৭ (২), ১৪, ২৬ (১,২), ২৬ (১), ৩১, ১৪০ (১) ধারা লংঘন করা হয়েছে মর্মে রিটটি দায়ের করা হয়েছে। এতে বাতিল চাওয়া ৫৬% কোটার মধ্যে রয়েছে ৩০% মুক্তিযোদ্ধার সন্তান, ১০% নারী, ১০% জেলা, ৫% উপজাতি এবং ১% প্রতিবন্ধি। রিটে মন্ত্রী পরিষদের সচিব, শিক্ষা সচিব, পিএসসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৮ জুলাই কোটা পদ্ধতি অনুসরণ ৩৪তম বিসিএস’র প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষা অকৃতকার্যরা কোটা বাতিল চেয়ে গত ৯ জুলাই রাজধানীর শাহবাগ এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে। পরদিন আবারো অবরোধ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়, এতে সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় ছাত্রলীগ আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে, যার পরিপ্রেক্ষিতে শাহবাগ থানাযয় দুটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এ মামলায় প্রায় ৫০ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ