চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রামের পটিয়ার বড়লিয়া এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
রোববার বিকেলে বিমানটি বিধ্বস্ত হয় বলে কয়েকটি বেসরকারি টেলিভিশন স্টেশন খবর প্রচার করছে।
জানা গেছে, এ-৫ প্রশিক্ষণ বিমানটি নগরীর পতেঙ্গা জহরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের দশ মিনিট পরেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর পৌনে ৪টার দিকে পটিয়ায় বিধস্ত হয় প্রশিক্ষণ বিমানটি। তবে ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিমানের পাইলটের তেমন কোন ক্ষতি হয়নি।