রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদটপজুটিবদ্ধ মিজান-পাওলি

জুটিবদ্ধ মিজান-পাওলি

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

ছোটপর্দার ব্যস্ত অভিনেতা মাজনুন মিজান। মাজনুন মিজান ও বলিউড অভিনেত্রী পাওলি দাম জুটিবদ্ধ হলেন ঢালিউডের একটি সিনেমায়। নাম দাবাড়ু। অভিনয় ক্যারিয়ারে হুমায়ূন আহমেদের পরিচালনায় নয় নম্বর বিপদ সংকেত ও আমার আছে জল-এ অভিনয় করেছিলেন মাজনুন মিজান। এরপর আর তাকে সিনেমাভিনয়ে দেখা যায়নি। প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে তিনি অভিনয় করলেন বাণিজ্যিক সিনেমায়। সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় তাকে দেখা যাবে। পুলিশ অফিসার দাবাড়ু পাকড়াশী। রাধানগরের শাসক দাদা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়ায় সে। এলাকার মানুষ ভাবে এবার বদলাবে রাধানগর। কিন্তু উল্টো দেখা যায় দাবাড়ু এক মহাদুর্নীতিবাজ অফিসার। যদিও সে দুর্নীতি করে কিছু নিয়ম মেনে। এক সময় দাবাড়ু প্রেমে পড়ে রাঘব সরকারের মেয়ে সুজানার। কিন্তু দাদা এটা মেনে নেয় না, কারণ দাবাড়ু মুসলমান। দাবাড়ু দাদাকে চ্যালেঞ্জ করে শোষণের ৯৯ বছর পার হওয়ার ৯৯ ঘণ্টা আগে সে সুজানাকে বিয়ে করবে এবং ৯৯ মিনিট আগে সরকার বংশের অবৈধ শাসনের অবসান ঘটাবে। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প। দাবাড়ুর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী। সম্প্রতি সিনেমার কিছু অংশের শুটিং শেষ হয়েছে। অক্টোবরে আবারও এর কাজ শুরু হবে। এ সময় শুটিংয়ে অংশ নেবেন বলিউড অভিনেত্রী পাওলি দাম।

আরও পড়ুন

সর্বশেষ