শুক্রবার, মে ২৪, ২০২৪
প্রচ্ছদটপশাহজাদপুরে শিবির-পুলিশ সংঘর্ষ, আহত ৫

শাহজাদপুরে শিবির-পুলিশ সংঘর্ষ, আহত ৫

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

রাজধানীর শাহজাদপুর এলাকায় রোববার জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার বিকেল ৪টার ওই ঘটনায় শিবিরের ৪ থেকে ৫ জন আহত হয়েছেন।
রোববার পৌনে ৪টার দিকে শিবিরকর্মীরা শাহজাদপুর এলাকায় রাস্তায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। জামায়াতের ডাকা সোমবারের হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দেয়।
এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ৮-১০টি ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণের পরপরই পুলিশ জামায়াত শিবির কর্মীদের লক্ষ্য ১০-১৫ রা‌উন্ড গুলি ছোঁড়ে।
এসময় শিবির কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে নিজেদের ৪ থেকে ৫ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন ছাত্র শিবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক।
প্রায় আধ ঘণ্টা পুলিশ ও শিবিরকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিবিরকর্মীরা প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করেছে বলে ‍জানা গেছে।
ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ