ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জামায়াতের ডাকা সোমবারের হরতালের আগের দিন রোববার রাজধানীর মহাখালীতে সহিংসতায় এক জন নিহত হয়েছেন।
নিহতের নাম আবু আলা ইকবাল (৪৫)। তিনি গুলশান কর্মাস কলেজের প্রভাষক ছিলেন। তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা জামায়াতের আমির বলে দাবি করেছেন ঢাকা মহানগর উত্তর শিবিরের সেক্রেটারি ফয়সাল।
তিনি জানান, রোববার দুপুর আড়াইটার দিকে হরতালের সমর্থনে রাজধানীর মহাখালী এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় পুলিশ এসে তাদের ধাওয়া করে। এ সময় ইকবালকে আটক করে মহাখালী পুলিশ বক্সে নিয়ে যায় পুলিশ। তবে কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেয়।
ছেড়ে দেওয়ার পর কয়েকজন যুবক এসে থাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তার প্রচুর রক্তকরণ হয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে তার মুত্যু হয়।
এ ব্যাপারে শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, দুপুরের দিকে একজন ব্যক্তিকে আমরা আটক করার পর ছেড়ে দেই। তবে বাইরে কী ঘটেছে তা আমার জানা নেই।”