সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদরাজনীতিমানুষ ইচ্ছার প্রতিফলন ঘটানোর সুযোগ থাকতে হবে - টমাস শ্যাননকে খালেদা জিয়া

মানুষ ইচ্ছার প্রতিফলন ঘটানোর সুযোগ থাকতে হবে – টমাস শ্যাননকে খালেদা জিয়া

বিএনপি উদার গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী। বিএনপি চায়, বাংলাদেশের মানুষ ইচ্ছার প্রতিফলন ঘটানোর সুযোগ পাক। নির্ভয়ে মত প্রকাশের সুযোগ তাদের জন্য থাকতে হবে। ১৪ ডিসেম্বর দুপুরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যাননের নেতৃত্বে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদা জিয়ার গুলশানের বাসায় অনুষ্ঠিত হয় এই সাক্ষাৎকার। মার্কিন প্রতিনিধিদলে আরো ছিলেন, দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মনপ্রিত সিং আনন্দ এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।  সাক্ষাৎ শেষে ড. মঈন খান সাংবাদিকদের জানান, মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে খালেদা জিয়া বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী। বিএনপি চায়, বাংলাদেশের মানুষ ইচ্ছার প্রতিফলন ঘটানোর সুযোগ পাক। নির্ভয়ে মত প্রকাশের সুযোগ তাদের জন্য থাকতে হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে বিএনপির চেয়ারপারসন বলেন, সারা বিশ্বের মানুষ শান্তি চায়। আমরা মনে করি উদার গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে সেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সুষ্ঠু গণতন্ত্র চর্চাই কেবল অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে পারে।  এ ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা ও চর্চার মধ্য দিয়েই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হবে বলেও টমাস শ্যাননের কাছে আশাবাদ ব্যক্ত করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে খালেদা জিয়ার বক্তব্যের প্রেক্ষিতে সফররত মার্কিন প্রতিনিধিদল কি বলেছেন, সেটি সাংবাদিকদের জানাননি ড. মঈন খান। বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত টানা এক ঘণ্টার এ বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বিএনপির নিজস্ব কিছু বক্তব্যও তুলে ধরেন খালেদা জিয়া।

আরও পড়ুন

সর্বশেষ