সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদরাজনীতিপৌরসভা নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি

পৌরসভা নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি

আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে কেন্দ্রীয়ভাবে জামায়াতের সঙ্গে কোনো প্রকার সমঝোতায় যাবে না বিএনপি। শেষ পর্যন্ত মাঠে থাকবে দলটি। ১২ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোয়া ৯টার দিকে শুরু হয় বৈঠক। উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এজেডএম জাহিদ হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, ব্যারিস্টার হায়দার হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, শামসুজ্জামান দুদু, রুহুল আমিন চৌধুরী, আবদুল মান্নান, আবদুল হালিম, ইনাম আহমেদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মো. শাহাজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার ও সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ