বুধবার, মে ৮, ২০২৪
প্রচ্ছদরাজনীতিসাকার রায় ফাঁস মামলায় ব্যারিস্টার ফখরুলের জামিন

সাকার রায় ফাঁস মামলায় ব্যারিস্টার ফখরুলের জামিন

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর রায়ের খসড়া ফাঁসের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম। ০৭ ডিসেম্বর শুনানি শেষে ব্যারিস্টার ফখরুলের এক বছরের জামিন মঞ্জুর করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এ মামলার বিচারিক প্রক্রিয়া চলছে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এসএম শামসুল আলমের আদালতে।

এ মামলার সাত আসামির মধ্যে সাকার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামসহ গ্রেফতার হয়ে কারাগারে আছেন চার আসামি। অন্য তিনজন হচ্ছেন- সাকার ম্যানেজার একেএম মাহবুবুল হাসান এবং ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন ও পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী। জামিনে আছেন সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরী। ব্যারিস্টার ফখরুলের জুনিয়র আইনজীবী মেহেদী মামলার শুরু থেকেই পলাতক। মানবতাবিরোধী অপরাধের দায়ে সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর হয়েছে গত ২১ নভেম্বর রাতে। ২০১৩ সালের ১ অক্টোবর সাকার মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারিক আদালত ট্রাইব্যুনাল-১। তবে রায়ের আগেই সাকা চৌধুরীর স্ত্রী ও তার পরিবারের সদস্য এবং আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা ‘রায়ের খসড়া কপি’ সংবাদকর্মীদের দেখান। রায় ঘোষণার পরদিন ০২ অক্টোবর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি জিডি করেন। ০৪ অক্টোবর ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে ঢাকার শাহবাগ থানায় আরেকটি মামলা দায়ের করেন। গত বছরের ২৮ আগস্ট ডিবির পরিদর্শক মো. শাহজাহান ব্যারিস্টার ফখরুল ইসলামসহ সাত আসামির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন

সর্বশেষ