বুধবার, মে ৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়রোববার ৩৪তম বিসিএসের পুনর্মূল্যায়িত ফল প্রকাশ

রোববার ৩৪তম বিসিএসের পুনর্মূল্যায়িত ফল প্রকাশ

রোববার ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

শনিবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগের বিসিএসের প্রিলিমিনারির ফলে যে পদ্ধতি অনুসরণ করা হতো, সংশোধিত ফলেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

সরকারি চাকরিতে নিয়োগের এই পরীক্ষার প্রাথমিক বাছাই বা প্রিলিমিনারির ফল গত সোমবার প্রথম দফায় প্রকাশ করা হয়। এতে ২ লাখ ২১ হাজার পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১২ হাজার ৩৩ জন।

তবে কোটা পদ্ধতি অনুসরণ করে ফল প্রকাশ করায় মেধাবী অনেকে শুরুতেই বাদ পড়েছে বলে অভিযোগ তুলে শিক্ষার্থীরা। আগে চূড়ান্ত পরীক্ষার সময়ই কোটা অনুসরণ করে ফল প্রকাশ হতো।

শিক্ষার্থীদের বিক্ষোভ-প্রতিবাদের মুখে ফল ঘোষণার দুই দিনের মাথায় ফল পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় পিএসসি।

আরও পড়ুন

সর্বশেষ