বুধবার, মে ৮, ২০২৪
প্রচ্ছদরাজনীতিচট্টগ্রামে ১০টি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আ'লীগের মনোনয়নে নির্বাচনে অংশ নিতে আগ্রহী...

চট্টগ্রামে ১০টি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আ’লীগের মনোনয়নে নির্বাচনে অংশ নিতে আগ্রহী ৩১ জন

চট্টগ্রামে ১০টি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে অংশ নিতে আগ্রহী ৩১ জন। এর মধ্যে চট্টগ্রাম উত্তরে ২১ জন এবং দক্ষিণে আছেন ১০ জন। ইতোমধ্যে তাদের তালিকা তৈরি হয়েছে। তবে দল থেকে চূড়ান্তভাবে মনোনয়ন পেতে আরও দুয়েকদিন অপেক্ষা করতে হবে আগ্রহীদের। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ১৪টি পৌরসভার মধ্যে ১০ টিতে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার দলীয়ভাবে স’ানীয় নির্বাচন আয়োজন হওয়ায় রাজনৈতিক দলগুলোর প্রার্থী ঘোষণা বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচনে মনোনয়ন পেতে সরকারি দলের নেতাকর্মীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। মেয়র পদে আগ্রহী সরকারি দলের নেতারা দল থেকে মনোনয়ন পেতে ইতোমধ্যে লবিং শুরু করেছেন। দলীয় সূত্রগুলো জানিয়েছে, এ পর্যন্ত চট্টগ্রামে দক্ষিণ জেলার অধীন পৌরসভা পটিয়া, বাঁশখালী, সাতকানিয়া ও চন্দনাইশে ১০ জন এবং চট্টগ্রাম উত্তর জেলার অধীন পৌরসভা বারৈয়ারহাট, মিরসরাই, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাউজান এবং রাঙ্গুনিয়ায় ২১ জন প্রার্থী মেয়র নির্বাচনে অংশগ্রহণের জন্য তৎপর আছেন। এর মধ্যে দক্ষিণ জেলার অধীন পৌরসভা পটিয়াতে একক প্রার্থী হিসেবে আছেন অধ্যাপক হারুনুর রশিদ। সাতকানিয়া পৌরসভায় বর্তমান মেয়র মোহাম্মদুর রহমান, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জোবায়ের এবং জসিম উদ্দিন। বাঁশখালীতে মো. ফখরুদ্দিন চৌধুরী, শ্যামল পালিত, সেলিম উল্লাহ ও নূর হোসেন। চন্দনাইশে মো. চৌধুরী টিপু, রফিকুল ইসলাম এবং মাহবুবুল আলম খোকন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, দক্ষিণ জেলার অধীন ৪টি পৌরসভায় ১০ জন মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের তালিকা করা হয়েছে। দুয়েকদিনের মধ্যে তাদের চূড়ান্ত তালিকা জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে উত্তর জেলা আওয়ামী লীগ তাদের ৬টি পৌরসভার জন্য ২১ জন মেয়র প্রার্থীকে মনোনয়নপত্র দিয়েছেন। গতকাল সকালে দলটির কার্যালয়ে এ মনোনয়ন ফরম বিতরণ করা হয়। একটি সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, প্রার্থীদের প্রতি মনোনয়নপত্র বাবদ ১ হাজার টাকা করে নেওয়া হয়েছে। দলটির দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু মনোনয়নপত্র বিতরণ করেন। যাচাই-বাছাই শেষে আগামীকাল মনোনয়নপত্র গ্রহণকারী প্র্রার্থীর তালিকা কেন্দ্রে সুপারিশ আকারে পাঠিয়ে দেয়া হবে বলে জানা যায়। এ ব্যাপারে জানতে গত রাতে উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রত্যয়নপত্র নিয়েই ইসিতে নিজেদের দলীয় সমর্থন নিশ্চিত করবেন।

আরও পড়ুন

সর্বশেষ