ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
এতিমদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সন্ধ্যায় গণভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলেম-ওলামা, মুক্তিযোদ্ধা, পঙ্গু মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহিদ, পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রমুখ।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বাংলানিউজকে এ তথ্য জানান।
এছাড়া এই রমজানেই কূটনৈতিক এবং রাজনীতিকদের সম্মানে আরো দুটি ইফতার মাহফিল করার পরিকল্পনা আছে বলে জানা গেছে।
ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)