সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদরাজনীতিঢিলেঢালা হরতাল চলছে

ঢিলেঢালা হরতাল চলছে

আপিলে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ডাকা দেশব্যাপী বৃহস্পতিবারের হরতাল ঢিলেঢালাভাবে চলছে। রাজধানীতে কার্যত হরতালের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। অন্যান্য দিনের মতোই ভোর থেকে কাজে বের হয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। রাস্তায় নেমেছে বিপুল সংখ্যক গণপরিবহনও। বৃহস্পতিবার ভোর ৬টায় হরতাল শুরুর পর রাজধানীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এমনকি কর্মসূচির সমর্থনে কোনো মিছিল কিংবা পিকেটিং করতেও দেখা যায়নি জামায়াত-শিবির কর্মীদের।  তবে হরতালের আগের দিন সন্ধ্যা ও রাতে রাজশাহীসহ দেশের কিছু এলাকায় মিছিল-কটটেল বিস্ফোরণ করে তারা। রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোপন বৈঠককালে বেশ কয়েকজন জামায়াত-শিবির নেতাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। হরতালকে কেন্দ্র করে যাতে রাজধানীতে কেউ নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য অতিরিক্তি পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। বুধবার রাত থেকে রাজধানী ছাড়াও চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে ৠাবও। রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করে দেখা গেছে, জামায়াতের হরতালকে উপেক্ষা করে নিজ নিজ কাজে যোগ দিচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। চালু রয়েছে কলকারখানাসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও অফিস-আদালত। বুধবার সকাল থেকেই রাজধানীর রাস্তায় গণপরিবহনের পাশাপাশি মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যানের উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম চোখে পড়ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মুন্তাসিরুল ইসলাম জানান, হরতালে মানুষের সাড়া নেই। রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। জন-জীবন স্বাভাবিকভাবেই চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-পুলিশের পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজিবির টহল থাকছে বলেও জানান তিনি। এর আগে বুধবার যুদ্ধাপরাধী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড‍াদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তার দল জামায়াত।

আরও পড়ুন

সর্বশেষ