বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
প্রচ্ছদআরো খবর......বিদেশিদের চাপে শ্রম আইন সংশোধন করা হচ্ছে : মেনন

বিদেশিদের চাপে শ্রম আইন সংশোধন করা হচ্ছে : মেনন

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মন্তব্য করেছেন, বিদেশিদের চাপে শ্রম আইন সংশোধন করা হচ্ছে।

আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিশ্ব ট্টেড ইউনিয়ন বাংলাদেশ কমিটির (ডব্লিউএফটিইউ) উদ্যোগে ‘শ্রমিক স্বার্থ: বাংলাদেশের শ্রম আইন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

মেনন বলেন, বাংলাদেশ শ্রম আইন২০০৬-র সংশোধনীতে শ্রমিক স্বার্থ ও অধিকার সংরক্ষণে কিছু প্রস্তাব দিয়েছি কিন্তু পার্লামেন্টে শ্রমিকবান্ধব লোকের সংখ্যা অতি নগন্য।

আন্তর্জাতিক শ্রম আইন ও আইএলও কনভেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম আইন সংশোধন করা হবে কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে শিল্প-কলকারখানার মালিকদের উদ্দেশে প্রশ্ন রেখে মেনন বলেন, শিল্পের যদি বাজারই না থাকে তবে বৈশ্বিক ক্রেতার কাছে সেই শিল্প দিয়ে তাদের স্বার্থ কীভাবে রক্ষা করা হবে। এজন্য কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে মালিক ও সরকারকে শ্রমিকবান্ধব আইন প্রণয়নে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ