ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
অর্থমন্ত্রীর অবাস্তব অবস্থানের কারণেই সরকার সময়মতো পদ্মাসেতুর কাজ শুরু করতে পারেনি বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে আশুলিয়ায় আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘অর্থমন্ত্রী মাঝে-মধ্যেই কিছু নেতিবাচক মন্তব্য করেন। যেটা মানুষকে হতাশ করে।
পদ্মাসেতুতে রাশিয়া ও চীনের প্রস্তাব অগ্রহণযোগ্য অর্থমন্ত্রীর দেয়া এ বক্তব্যের সমালোচনা করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘প্রস্তাব দেয়ার এক দিন পার না হতেই অর্থমন্ত্রীর এ ধরণের মন্তব্য জনগণকে হতাশ করেছে। তিনি লেখাপড়া জানা মানুষ। একদিন যখন তিনি আত্মজীবনী লিখবেন তখন তিনি স্বীকার করবেন তার অবাস্তব অবস্থানের কারণেই পদ্মাসেতুর কাজ সময় মতো শুরু করা যায়নি।