রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়অর্থমন্ত্রীর মন্তব্য পদ্মাসেতুর কাজ পিছিয়ে দিয়েছে: ওবায়দুল কাদের

অর্থমন্ত্রীর মন্তব্য পদ্মাসেতুর কাজ পিছিয়ে দিয়েছে: ওবায়দুল কাদের

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

অর্থমন্ত্রীর অবাস্তব অবস্থানের কারণেই সরকার সময়মতো পদ্মাসেতুর কাজ শুরু করতে পারেনি বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে আশুলিয়ায় আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘অর্থমন্ত্রী মাঝে-মধ্যেই কিছু নেতিবাচক মন্তব্য করেন। যেটা মানুষকে হতাশ করে।

পদ্মাসেতুতে রাশিয়া ও চীনের প্রস্তাব অগ্রহণযোগ্য অর্থমন্ত্রীর দেয়া এ বক্তব্যের সমালোচনা করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘প্রস্তাব দেয়ার এক দিন পার না হতেই অর্থমন্ত্রীর এ ধরণের মন্তব্য জনগণকে হতাশ করেছে। তিনি লেখাপড়া জানা মানুষ। একদিন যখন তিনি আত্মজীবনী লিখবেন তখন তিনি স্বীকার করবেন তার অবাস্তব অবস্থানের কারণেই পদ্মাসেতুর কাজ সময় মতো শুরু করা যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ