বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনইফতার রাজনীতি : নেতাকর্মীদের চাঙা রাখতে চায় আওয়ামী লীগ

ইফতার রাজনীতি : নেতাকর্মীদের চাঙা রাখতে চায় আওয়ামী লীগ

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

রমজান এলেই শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দলের ইফতার আয়োজন। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। এরই ধারাবাহিকতায় শাসক দল আওয়ামী লীগ উত্তর, দক্ষিণ ও মহানগর শাখা আয়োজন করবে ইফতার অনুষ্ঠানের। সংগঠনের কর্মী-সমর্থকদের চাঙা রাখতেই ইফতার অনুষ্ঠানের আয়োজন বলে জানা যায়।
সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে রমজান এলেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ইফতার আয়োজনের হিড়িক পড়ে। এখন তা পরিণত হয়েছে রাজনৈতিক সংস্কৃতিতে। রমজান মাসে বিভিন্ন কারণে রাজনৈতিক কর্মসূচি তেমন থাকে না। তাই কর্মীদের চাঙা রাখতে নেতারা প্রায় পুরো মাস জুড়ে আয়োজন করে ইফতার অনুষ্ঠানের। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এবারও আয়োজন করেছে ইফতার অনুষ্ঠানের।
জানতে চাইলে নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন বলেন, ‘প্রতিবারের মতো এবারও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হবে। ১২ তারিখ সংগঠনের বর্ধিত সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। ইফতার আয়োজন করা হবে বড় পরিসরে।’
কখন কোথায় এ আয়োজন করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘মুসলিম হল কিংবা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে করা হতে পারে। রমজানের মাঝামাঝি সময় আয়োজন করা হবে ইফতার অনুষ্ঠানের।’
উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম  বলেন, ‘আমরা এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নিইনি। তবে ইফতার মাহফিল করার চিন্তা ভাবনা রয়েছে। সংগঠনের সভাপতি এখন চট্টগ্রামের বাইরে। তিনি এলেই এ ব্যাপারে আলাপ করা হবে। আলোচনার সিদ্ধান্ত মতে সময়সূচি নির্ধারণ করা হবে।’
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান  বলেন, ‘আমরা বড় আকারের ইফতার অনুষ্ঠানের আয়োজন করবো। তা করা হবে ১৫ রমজানের মধ্যে। এছাড়াও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গেও আলাদা আলাদাভাবে আলোচনা করা হবে রমজানের সময়।’
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীনের ব্যক্তিগত সহকারী দেলোয়ার হোসেন বলেন, ‘কোনো ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হবে না। নির্বাচনী এলাকার ৫ ওয়ার্ডের প্রতিটি মসজিদে মন্ত্রীর পক্ষ থেকে নগদ টাকা অনুদান দেয়া হয়েছে। ইফতার উপলক্ষে আলাদাভাবে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে না।’
কোতোয়ালী আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আগামী ১৫ তারিখ ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছি। আয়োজন করা হয়েছে সাব-এরিয়া এলাকার একটি কমিউনিটি হলে। এতে দলের নেতাকর্মীরা পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেবে।’
তবে ইফতার অনুষ্ঠান আয়োজনে ব্যতিক্রম নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম। তিনি  বলেন, ‘আমি আনুষ্ঠানিক কোনো ইফতার অনুষ্ঠানের আয়োজন করবো না। রমজান উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে ২০ হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। এসব সামগ্রীর মধ্যে থাকবে চিড়া, চনা, তেল ও চিনি।’
বন্দর পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ বলেন, ‘আমি রমজানে ইফতার অনুষ্ঠান আয়োজন করি না। বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে গিয়ে ইফতার করি।’

আরও পড়ুন

সর্বশেষ