শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদআরো খবর......অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম

অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

রোজার প্রথমদিনেই রাজধানীর কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম। টমেটো, কাঁচামরিচ, লেবু, ধনিয়াপাতাসহ ইফতারির প্রয়োজনীয় সব উপকরণের দাম অনেক বাড়তি বলে স্বীকার করেছেন বিক্রেতারা। তবে মাছ ও মাংসের বাজার কিছুটা স্থিতিশীল। ফারাহ্ তানজি

সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কমেছে খোলা সয়াবিন তেল ও চিনির দাম।

রাজধানীর মালিবাগ কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ১২০ টাকায়, কাঁচামরিচ ১৮০ টাকায়, শিম ২০০ টাকা, আলু কেজি প্রতি ১৮ টাকা। ক্রেতাদের অভিযোগ প্রথম রোজাতেই এই সবজিগুলোর দাম কেজি প্রতি ১০ টাকার বেশি বেড়েছে।

এদিকে বিক্রেতারা এ অভিযোগ স্বীকার করেছেন। তারা বলেন, দাম আগের মতই আছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে ৭০০টাকা প্রতি পিস, রুই মাছ কেজি প্রতি ৪০০ টাকা আর চিংড়ি পাওয়া যাচ্ছে ৭০০ টাকায়। মাছের বাজার গত কয়েকদিনের চেয়ে অনেকটাই স্থিতিশীল বলে জানালেন, ক্রেতা বিক্রেতা উভয়েই।

এদিকে সরকার নির্ধারিত দামে গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে ২৭৫ টাকায় এবং খাসীর মাংস ৪৫০ টাকায়। তবে বাজারে সিটি কর্পোরেশন নির্ধারিত মূল্য তালিকা রমজানের প্রথমদিনে আসার কথা থাকলেও এখন তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন বিক্রেতারা।

এদিকে মুরগির ডিম হালি পাওয়া যাচ্ছে ৩২ টাকায় এবং হাসের ডিম হালি ৩৮ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া দেশি মুরগী বড়টি ৩০০ এবং ছোটটি ২৮০ টাকায় আর ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে কেজি প্রতি ১৬৫ টাকায়।

আরও পড়ুন

সর্বশেষ