বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
প্রচ্ছদআরো খবর......পদ্মা সেতু দুর্নীতির প্রাক শুনানি ৯ সেপ্টেম্বর

পদ্মা সেতু দুর্নীতির প্রাক শুনানি ৯ সেপ্টেম্বর

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

পদ্মা সেতু দুর্নীতির প্রাক-শুনানি আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন কানাডার আদালত। অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিস ১০ জুলাই এ দিন ধার্য করেন। শুনানিতে বিচারপতি ম্যাডাম জাস্টিস পার্ডুর আদালতে আসামিপক্ষের আইনজীবী ক্যাথারিন ওয়েলস এবং ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান রমেশ শাহ ও তার আইনজীবী ডেভিড বি কাজিন্স উপস্থিত ছিলেন।

গত ৮ ও ৯ এপ্রিল টরন্টো ফেডারেল প্লি কোর্ট অন্টারিও কোর্ট অব জাস্টিসে বিচারপতি ম্যালকম ম্যাকলয়েডের আদালতে তাদের প্রাথমিক শুনানি শেষ করেন।

পরে চূড়ান্ত শুনানির জন্য মামলাটি প্রাদেশিক সর্বোচ্চ আদালত টরন্টোর অন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ