সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদরাজনীতি খালেদা জিয়াকে আত্মসমর্পণে বাধ্য করা হবে

খালেদা জিয়াকে আত্মসমর্পণে বাধ্য করা হবে

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আত্মসমর্পণে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ‘আর্কাইভ ১৯৭১’ এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তথ্যমন্ত্রী ইনু বলেন, ২১ আগস্ট ও আগুন সন্ত্রাসী খালেদা জিয়াকে আত্মসমর্পণে বাধ্য করতে হবে। তা না হলে তাদের ধ্বংস করে দিতে হবে। তিনি বলেন, বর্তমানে খালেদা জিয়া কৌশলে দম ফেলছেন। ওনারা শেষ ছোবল মারার চেষ্টা করছেন। এ সময় তিনি আরও বলেন, খালেদা জিয়া আগুন সন্ত্রাসের সাথে সম্পৃক্ত আছেন কি না তা প্রমাণ না হওয়া পর্যন্ত কোন সমঝোতা হবে না। ‘৭৫ পরবর্তী  লড়াইয়ের শেষ পর্যায়ে রয়েছি’উল্লেখ করে ইনু আরও বলেন, এই লড়াইয়ে স্বাধীনতা বিরোধী, জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসীদের সাথে কোন মিটমাট হবে না। হয় আমরা, নয় ওরা হারবে। ‘দিন কাল ভাল যাচ্ছে না তাই মেজাজ খারাপ’ বক্তব্যের শুরুতে এমন কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী এ সময় ছাত্রলীগ নেতাদের নানা সমালোচনা করেন। মন্ত্রী ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা নেতা প্রহরী না। দারোয়ানের মত পিছনে দাঁড়িয়ে থাকবেন না। ‘মেয়েদের সম্পর্কে আপনাদের ( ছাত্রলীগ) ধারণা খারাপ তাই মেয়ে কর্মী ছাত্রলীগে কম’ বলেও এ সময় মন্তব্য করেন মন্ত্রী। তিনি এ প্রসঙ্গ টেনে আরও বলেন, ‘আপনাদের দিয়ে হবে না। আপনারা আগাছা হবেন। উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. মো. মনিরুজ্জামান, আর্কাইভ ১৯৭১ এর প্রধান উপদেষ্টা এ এইচ আসলাম সানি, নির্বাহী পরিচালক প্রণব সাহা অপু প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ