সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পুলিশের বাধা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পুলিশের বাধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপ্লব উদ্যানে কোন কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। মঙ্গলবার সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরীর ২ নম্বর গেইটস্থ বিপ্লব উদ্যানে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ১০টায় নেতাকর্মীদের নিয়ে বিপ্লব উদ্যানে ফুল দিতে আসেন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার।  এসময় বিপ্লব উদ্যানের গেইট বন্ধ করে দেয় পুলিশ এবং সেখানে কোন কর্মসূচি পালন করা যাবে না বলে জানায়।  পরে ফুল না দিয়ে নেতাকর্র্মীদের নিয়ে ফিরে যান বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

বেলা সাড়ে ১১টায় নেতাকর্মীদের নিয়ে বিপ্লব উদ্যানে ফুল দিতে আসেন নগর মহিলা দলের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি।  পুলিশ মহিলা দলের নেতাকর্মীদের উদ্যানের ভেতর ঢুকতে বাধা দেয়।  এসসময় পুলিশ ও মহিলা দলের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে মনোয়ারা বেগম মনির নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল করে মহিলা দলের নেতাকর্মীরা। তবে পুলিশ বলছে সমাবেশের অনুমতি না থাকায় কাউকে বিপ্লব উদ্যানে প্রবেশ করতে দেওয়া হয়নি। নগর পুলিশের পাঁচলাইশ জোনের এসি দীপক জ্যোতি খীসা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপ্লব উদ্যানে সমাবেশ বা অনুষ্ঠান করার অনুমতি নেয়নি বিএনপি নেতাকর্মীরা। তাই কাউকে বিপ্লব উদ্যানে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিপ্লব উদ্যানের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ