বুধবার, মে ১৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়মোশাররফের বিরুদ্ধে গ্যাটকো মামলা চলবে

মোশাররফের বিরুদ্ধে গ্যাটকো মামলা চলবে

গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে বিচারিক আদালতে মোশাররফের বিরুদ্ধে মামলা চলতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। একইসঙ্গে রায়ের অনুলিপি পাওয়ার পর তাকে দু’মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এর আগে ৫ আগস্ট এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনও খারিজ করে দেন হাইকোর্ট। পাশাপাশি তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ মোট ১৩ জনকে আসামি করা হয়। মামলায় গ্যাটকোকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা ক্ষতির অভিযোগ আনা হয়েছে। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়া ও তার সাবেক ছয় মন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মোশাররফ হোসেন। পরে হাইকোর্ট আবেদনের শুনানি নিয়ে ২০০৮ সালের ১৩ আগস্ট মামলার কার্যক্রম স্থগিত ও রুল জারি করেন। পরে বেশ কয়েক দফায় মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বাড়ান আদালত।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ