বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
প্রচ্ছদজাতীয়মহাসেনে ক্ষতিগ্রস্ত কৃষকরা পাচ্ছেন টাকা-সার-বীজ

মহাসেনে ক্ষতিগ্রস্ত কৃষকরা পাচ্ছেন টাকা-সার-বীজ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত দুই লাখ ৩৪ হাজার ৯২৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদের পুনর্বাসনে বিশেষ প্রণোদনা কর্মসূচি শুরু করছে সরকার।
আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পটুয়াখালী, বরগুনা, ভোলা ও বরিশাল জেলার ২৮টি উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকরা এ কর্মসূচির আওতায় আসবে।
প্রতি কৃষক এক বিঘা পরিমাণ জমির জন্য উচ্চ ফলনশীল আমন বীজ পাঁচ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি এবং ফসলের পরিচর্যার জন্য ২০০ টাকা করে পাবেন বলে জানান কৃষিমন্ত্রী। কৃষি কার্ডধারী কৃষকদের ব্যাংক হিসাবে সহায়তার অর্থ দেয়া হবে। এজন্য প্রায় ২৪ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, বীজ বিতরণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে সার বিতরণ শুরু হবে।
এ সহায়তায় দক্ষিণাঞ্চলের ৩১ হাজার ৭০৩ হেক্টর জমি আমন চাষের আওতায় আসবে।
কৃষিমন্ত্রী বলেন, এর ফলে অতিরিক্ত প্রায় ৮০ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে, যার আনুমানিক মূল্য হবে প্রায় ২২৩ কোটি টাকা।
শুধু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এ সহায়তা দেয়া হবে জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত ২৮টি উপজেলার কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি কৃষক নির্বাচনসহ পুরো কার্যক্রম বাস্তবায়ন করবে।
গত ১৬ মে ঘূর্ণিঝড় মহাসেন বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে। ঝড়ো বাতাস ও এর প্রভাবে সৃষ্ট অতিরিক্ত জোয়ারের পানিতে মাঠ ফসলের ব্যাপক ক্ষতি হয়।

আরও পড়ুন

সর্বশেষ