বিশেষ প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
সুন্দরী নারীর ফাঁদ পেতে ছিনতাইকারী ধরার পরিকল্পনা নিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। রমজান মাসে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এমন কৌশল নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি স্বীকার করে নগর গোয়েন্দা পুলিশের ডিসি মনিরুজ্জামান গতকাল সুপ্রভাতকে বলেন, ‘রমজান মাসে নগরীর বিভিন্ন ব্যাংক ও বিপণী বিতান কেন্দ্রিক ছিনতাইকারী চক্র অপতৎপরতা চালানোর চেষ্টা করবে। তাদেরকে ধরতে এবার সুন্দরী নারীর ফাঁদ পাতা হবে।’
জানা গেছে, ছদ্মবেশে পুলিশের নারী সদস্যরা নগরীর বিপণী বিতান, ব্যাংকপাড়া, ব্যবসাকেন্দ্রসহ ছিনতাইপ্রবণ বিভিন্ন জায়গায় অবস্থান নেবে। এসব জায়গায় তারা সাধারণ ক্রেতার ছদ্মবেশে চলাফেরা করবে।
পৃথক দলে ভাগ হয়ে তারা কখনও রিকশা কখনও সিএনজি অটো-রিকশায় চড়ে ঘোরাফেরা করবে শহরের ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে। এসময় তাদেরকে অনুসরণ করবে গোয়েন্দা পুলিশের একাধিক টিম। এভাবেই ফাঁদ পেতে ধরা হবে ছিনতাইকারীদের।
পুলিশ কর্মকর্তারা বলছেন, গত দুই সপ্তাহের ব্যবধানে নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন ব্যক্তি নিহত হওয়ার ঘটনা প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। ফলে নগরীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে সুন্দরী নারীর ফাঁদ পাতার কৌশল নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
জানা গেছে, রমজান মাসে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত ছাড়াও আরও এক হাজার পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সিএমপি। সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে গত রোববার সিএমপির উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যবসায়ী নেতৃবন্দের সাথে জরুরি একটি বৈঠকও করেছেন। এতে রমজানে মেট্রোপলিটন এলাকার পোশাক কারখানার আশপাশে বখাটেদের উৎপাত, চুরি, ছিনতাই, নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ এবং গার্মেন্টসের নগদ টাকা পরিবহনে পুলিশের সহায়তাসহ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
এ প্রসঙ্গে উপ-পুলিশ কমিশনার (সদর) মাসুদুল হাসান বলেন, ‘সিএমপি‘র পক্ষ থেকে রমজান উপলক্ষে ছিনতাইপ্রবণ এলাকায় মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৌরাত্ম বন্ধে পুলিশি টহল বাড়ানো হবে।