ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে ২২ হাজার ৯২৫টি এমপিওভুক্ত প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। আগামী আগস্ট মাসের মধ্যে এ কার্যক্রম সম্পূর্ণ সমাপ্ত হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে।
বুধবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন এসব কথা জানান।
তিনি বলেন, এসব বিদ্যালয়ের ৯০ হাজার শিক্ষক এবছর ১ লা জানুয়ারি থেকেই সকল সরকারি সুযোগ সুবিধা পাবেন। এছাড়া দ্বিতীয় ধাপে এমপিও বহির্ভূত ২ হাজার ২২৫টি প্রাথমিক স্কুল ১ জুলাই থেকে সরকারি করতে তথ্য সংগ্রহ এবং যাচাই বাছাই শুরু হয়েছে।
এছাড়া সর্বশেষ ধাপে ২০১৪ সালের জানুয়ারি থেকে ৯৬০টি স্কুল জাতীয়করণ করতে যথাসময়ে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান মন্ত্রী।