শনিবার, জুলাই ২৭, ২০২৪
প্রচ্ছদটপ২২ হাজার ৯২৫টি এমপিওভুক্ত প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে'

২২ হাজার ৯২৫টি এমপিওভুক্ত প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে’

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে ২২ হাজার ৯২৫টি এমপিওভুক্ত প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। আগামী আগস্ট মাসের মধ্যে এ কার্যক্রম সম্পূর্ণ সমাপ্ত হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে।

বুধবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন এসব কথা জানান।

তিনি বলেন, এসব বিদ্যালয়ের ৯০ হাজার শিক্ষক এবছর ১ লা জানুয়ারি থেকেই সকল সরকারি সুযোগ সুবিধা পাবেন। এছাড়া দ্বিতীয় ধাপে এমপিও বহির্ভূত ২ হাজার ২২৫টি প্রাথমিক স্কুল ১ জুলাই থেকে সরকারি করতে তথ্য সংগ্রহ এবং যাচাই বাছাই শুরু হয়েছে।

এছাড়া সর্বশেষ ধাপে ২০১৪ সালের জানুয়ারি থেকে ৯৬০টি স্কুল জাতীয়করণ করতে যথাসময়ে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ