শনিবার, জুলাই ২৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপদ্মা অয়েলের এমডির বিরুদ্ধে দুদকের মামলা

পদ্মা অয়েলের এমডির বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম অফিসঃ (বিডিসময়২৪ডটকম)

যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কর্মচারী নিয়োগ দেওয়ায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ ৯১ জনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সদরঘাট থানায় মামলাগুলো দায়ের করেন দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। প্রত্যেক মামলায় প্রধান আসামী করা হয়েছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়েরকে।

মহা-ব্যবস্থাপক (অর্থ) হেলাল আহমেদ চৌধুরী এবং এজিএম (ডিবি) মো. রফিকুল হাসানকে তিনটি মামলার প্রত্যেকটিতে আসামী করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলাগুলোতে সংশ্লিষ্ট শাখায় নিয়োগ পাওয়া কর্মচারীদের আসামী করা হয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী দুদকের মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী ও দুদকের উপ-পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ‘পদ্মা অয়েলে অস্থায়ী ভিত্তিতে এক বছরের জন্য কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু পত্রিকায় কোনো বিজ্ঞপ্তি না দিয়ে পরস্পরের যোগসাজেশে এসব কর্মচারীকে স্থায়ী করা হয়েছে।’

মোরশেদ আলম বলেন, ‘তদন্তে অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। তাই ব্যবস্থাপনা পরিচালক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মচারীদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছে।’

সদরঘাট থানার দায়িত্বরত কর্মকর্তা ও সহকারী উপ-পরিদর্শক ফেরদৌস বাংলানিউজকে জানান, দুদকের উপ পরিচালকের দায়ের করা প্রথম মামলায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়েরকে প্রধান করে প্রতিষ্ঠানের ৬৭ জন কর্মকর্তা-কর্মচারীকে, দ্বিতীয় মামলায় আবুল খায়েরসহ ১৯জনকে এবং তৃতীয় মামলায় আবুল খায়েরসহ ৯জনকে আসামী করা হয়েছে।

 সদরঘাট থানায় দায়ের হওয়া মামলা নম্বর গুলো হচ্ছে ১৫, ১৬ ও ১৭।

এএসআই ফেরদৌস জানান, ১৯৭৪ সালের দুদক আইনের ৫(২) ধারায় অপরাধে দন্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় মামলা তিনটি দায়ের করা হয়।

মামলার এজাহারের বর্ণনা উল্লেখে করে এএসআই ফেরদৌস বাংলানিউজকে বলেন, ‘চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে আসামীরা পরস্পরের যোগসাজেশে অবৈধভাবে আর্থিক লাভবান হওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করায় দুদকের পক্ষ থেকে মামলা করা হয়েছে।’

আরও পড়ুন

সর্বশেষ