শনিবার, জুলাই ২৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......মগবাজারে ৪৩ ব্যাগ অনিরীক্ষিত রক্ত জব্দ

মগবাজারে ৪৩ ব্যাগ অনিরীক্ষিত রক্ত জব্দ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

রাজধানীর ২৪৯নং বড় মগবাজারের কোয়ালিটি ব্লাডব্যাংক থেকে মঙ্গলবার ৪৩ ব্যাগ অনিরীক্ষিত রক্ত জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ব্লাড ব্যাংকের তিন মালিকসহ চারজনকে দুই বছর করে কারাদণ্ডসহ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হচ্ছেন- মো. দুলাল মিয়া (৩৫), মো. জহিরুল ইসলাম (২৫), আ. মোতালেব আলী (৬০) ও মো. মোতালেব হোসেন (২৫)।

এ সময় র‌্যাব ৩-এর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা দেয়।

জানা যায়, ব্লাড ব্যাংকটি গত কয়েক বছর ধরে অনিরীক্ষিত, মাদকাসক্ত ও পেশাদার রক্তদাতাদের কাছ থেকে কমদামে রক্ত কিনে আসছিল।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এএইচএম আনোয়ার পাশা বলেন, “প্রতিষ্ঠানটির মালিক দুলাল, কামাল নামের এক দালালকে দিয়ে রক্তদাতা সংগ্রহ করতেন।

মঙ্গলবার বিকেলে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মাদকাসক্তদের কাছ থেকে রক্তগ্রহণের সময় আমরা তাকে হাতেনাতে আটক করেছি।”

র‌্যাবের টেকনিশিয়ান মোতালেব বলেন, “ব্লাড ব্যাংকটিতে হিমোগ্লোবিনসহ অন্যান্য যন্ত্রপাতি ও পরীক্ষা-নিরীক্ষার কেমিক্যাল নেই। পরীক্ষা ছাড়া তারা ভুয়া রিপোর্ট তৈরি করে রক্ত বিক্রি করতো।”

এদিকে, পেশাদার রক্তদাতা সোহেল জানান, ১০/১২ দিন আগে তিনি একবার রক্ত দিয়েছেন। আজকে আবার রক্ত দিয়ে দুইশ ৩০ টাকা পেয়েছেন।

অপরদিকে, ভুয়া রিপোর্টের সঙ্গে ব্লাড ব্যাংকটি এ সব রক্ত উচ্চমূল্যে বিভিন্ন হাসপাতালে বিক্রি করে আসছিল।

পরে র‌্যাব ৩-এর মেজর মো. সাদিকুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ড. যোগেল চন্দ্র রায়ের উপস্থিতিতে অনিরীক্ষিত ৪৩ ব্যাগ রক্ত বিনষ্ট করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ