ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাংলাদেশের ৬৫ শতাংশ মানুষ মনে করেন, রাজনৈতিক দল, পুলিশ, বিচার বিভাগ ও ভূমি সেবায় উদ্বেগজনক হারে দুর্নীতি বেড়েছে। টিআইবি’র বৈশ্বিক দুর্নীতির পরিমাপক-২০১৩ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে টিআইবি।
এ জরিপে সরকারি খাতের দুর্নীতি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে।